প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর দেড়টা থেকে তারা সড়কেই বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে হাইকোর্ট মোড় থেকে সচিবালয়গামী সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা ‘স্কুলিং’ কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলোতে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
ফলে বিভিন্ন দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে বিক্ষোভ–আন্দোলন করছে।
প্রস্তাবিত এই স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে আবার সকালে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছিল। ঘণ্টাখানেক পর তারা সেখান থেকে উঠে যায়।



