জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ঘোষিত ১১ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব। এছাড়া জিএস, এজিএস পদে এখনো পর্যন্ত এগিয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
বুধবার সকাল পৌনে ১২টা পর্যন্ত এ ফলাফল জানা গেছে।
ভিপি পদে ঘোষিত ১১ কেন্দ্রে ছাত্রদল-সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ১১৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৩১ ভোট।
জিএস পদে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ১১০১ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট।
এজিএস পদে শিবির-সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০২০ ভোট। অপরদিকে ছাত্রদল-সমর্থিত বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোট ৩৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১ কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
জকসুর ৮ কেন্দ্রের ফলাফলে শীর্ষ পদে এগিয়ে ছাত্রশিবিরজকসু নির্বাচনের ঘোষিত ৮ কেন্দ্রে ভিপি পদে ৬ ভোটে এগিয়ে রিয়াজুল ইসলাম; জিএস ও এজিএস পদেও ছাত্রশিবির প্রার্থীরা এগিয়ে। মোট ৩৯ কেন্দ্রের ফল ধাপে ধাপে প্রকাশ হবে।Wednesday January 7 2026, 05:03
আরো ২ কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবিরজকসু নির্বাচনে কম্পিউটার সায়েন্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস- তিন শীর্ষ পদেই ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে; এর আগে ঘোষিত চার কেন্দ্রের বেশিভাগেও শিবির প্রার্থীরা এগিয়ে।Wednesday January 7 2026, 04:44
জকসুর চার কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবিরজকসু নির্বাচনে ঘোষিত চার কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস- এই তিন শীর্ষ পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন, আর বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান।Wednesday January 7 2026, 03:13



