পাবিপ্রবির গুচ্ছ ভর্তি পরীক্ষায় লিফট বিড়ম্বনায় পরীক্ষার্থীরা

পাবিপ্রবি’র অ্যাকাডেমিক ভবন-২-এ এই ঘটনা ঘটে।

পাবিপ্রবি প্রতিনিধি
লিফটের দরজা খুলে বেঞ্চের সাহায্যে শিক্ষার্থীদের নিচে নামিয়ে আনা হয়
লিফটের দরজা খুলে বেঞ্চের সাহায্যে শিক্ষার্থীদের নিচে নামিয়ে আনা হয় |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় লিফট আটকে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার (২ মে) দুপুরে গুচ্ছ ‘বি’ ইউনিট তথা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পাবিপ্রবির অ্যাকাডেমিক ভবন-২-এ এই ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১২ তলাবিশিষ্ট ভবনের লিফটে করে কয়েকজন শিক্ষার্থী ওপরে উঠছিলেন। হঠাৎ মাঝপথে লিফটটি আটকে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, টেকনিশিয়ান এবং উপস্থিত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে লিফটের দরজা খুলে বেঞ্চের সাহায্যে শিক্ষার্থীদের নিচে নামিয়ে আনেন।

ভুক্তভোগী এক নারী ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার হলে পৌঁছানোর তাড়া ছিল, কিন্তু হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যাওয়ায় আমরা আতঙ্কে পড়ে যাই। যেহেতু এটাই আমার জন্য নতুন পরিস্থিতি তাই অনেকটা ভয় পেয়ে যাই আমি। এখন পায়ে হেঁটে ১২ তলায় ওঠাও একটা কষ্টসাধ্য ব্যাপার। অ্যাডমিশন পরীক্ষার আগ মুহুর্তে এরকম বিড়ম্বনার নিন্দা জানাই।’

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। অনেকে ভবনের লিফট ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী রিপন আলীর সাথে কথা বললে তিনি বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, মূলত এক কর্মচারী লিফট দিয়ে পানি নেয়ার সময় কিছু পানি লিফটের সেন্সরে পড়ে যায় এবং সেন্সর সাময়িক অকেজো হয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের নিরাপদে নামিয়ে এনেছি। ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে ব্যাপারে লিফট রক্ষণাবেক্ষণ আরো জোরদার করা হবে।’

উল্লেখ্য, পাবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এখানে এসেছেন। তবে এমন লিফট বিড়ম্বনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।