শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা, সম্মিলিত শিক্ষক সমাজ ও ইনকিলাব মঞ্চের আহ্বানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এছাড়া দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মতিউর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।



