বেরোবিতে ছাত্র সংসদের বিধিমালা অনুমোদন, চলতি বছরেই নির্বাচন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিধিমালা রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে; কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত বিধিমালা আইনে সংযুক্ত করতে অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি। নভেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখসহ রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের মধ্যেই হবে নির্বাচন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এ সংক্রান্ত বিধিমালায় অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জানানো হয়। অনুমোদন হওয়ায় আর বেগম রোকেয়া বিশ্নবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে কোনো বাধা থাকল না।

২৪-এর জুলাই বিপ্লবের পর শুরু থেকেই ব্রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিলম্ব হওয়ায় গত আগস্ট মাসে আমরণ অনশনে বসেন শিক্ষর্থীরা। ওই সময় ভাইস-চ্যান্সেলর (ভিসি) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে অক্টোবরের মধ্যেই এ সংক্রান্ত নীতিমালা অনুমোদের ঘোষণা দেয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রপতি মঙ্গলবার দুপুরে বিধিমালা অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক শামসুর রহমান সুমন জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে শিক্ষার্থীরা নজীর বিহীন আন্দোলন করেছেন। দিনের পর দিন অনশন করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এটি অনুমোদন দেয়া হলো। এখন প্রশাসনকে আগামী নভেম্বর মাসের মধ্যেই নির্বাচনের তারিখসহ রোড ম্যাপ ঘোষণা করতে হবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না।

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকার বলেন, শুধু অনুমোদন হলেই হবে না। প্রশাসনকে নভেম্বর মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। এ জন্য দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, বিধিমালা অনুমোদন হয়েছে। এখন প্রয়োজন নির্বাচনের তারিখ। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আকাঙ্ক্ষার ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে ভিসি ড. এম শওকাত আলী বলেন, ‘ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংসদ নির্বাচন করার বিষয়টি ছিল আমার অন্যতম অ্যাজেন্ডা। দ্রুত তফসিল ঘোষণাসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। চলতি বছরের মধ্যেই গ্রহণযোগ্য ও সূক্ষ্ম নির্বাচন সম্পন্ন করতে তারিখসহ রোডম্যাপ ঘোষণা করা হবে।’