হাবিপ্রবিসাসের বর্ষসেরা প্রতিবেদক নয়া দিগন্তের রাফিউল হুদা

হাবিপ্রবিসাসের ‘বর্ষসেরা প্রতিবেদক-২০২৫’ নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো: রাফিউল হুদা।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
দৈনিক নয়া দিগন্তের হাবিপ্রবি প্রতিনিধি মো: রাফিউল হুদা
দৈনিক নয়া দিগন্তের হাবিপ্রবি প্রতিনিধি মো: রাফিউল হুদা |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ‘বর্ষসেরা প্রতিবেদক-২৫’ হয়েছে দৈনিক নয়া দিগন্তের হাবিপ্রবি প্রতিনিধি মো: রাফিউল হুদা।

প্রতিবছর সাংবাদিকদের কর্মদক্ষতা, উপস্থাপননা, সৃজনশীলতা ও লেখনীর গুণগত মানের উপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে হাবিপ্রবিসাসতে ‘বর্ষসেরা প্রতিবেদক’ পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সভাকক্ষে হাবিপ্রবিসাসের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক সংস্কার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন (তুষার)। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য আব্দুল্লাহ আল মামুন তুষার বলেন, ‘সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। ক্যাম্পাস সংবাদিকরা প্রতিনিয়ত মাঠে থেকে ক্যাম্পাসের বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেন। তাদের পরিশ্রম, নিষ্ঠা ও সাহসই গণমাধ্যমকে মানুষের আস্থা অর্জনের জায়গায় নিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি, এ পুরস্কার আপনাদেরকে আরো সাহস, উদ্দীপনা ও দায়িত্ববোধে উজ্জীবিত করবে। পাশাপাশি অন্য সাংবাদিকদের জন্যও এটি হবে অনুকরণীয় এক দৃষ্টান্ত।’

বর্ষসেরা প্রতিবেদক হয়ে অনুভূতি প্রকাশ করে রাফিউল হুদা বলেন, ‘বর্ষসেরা প্রতিবেদকের স্বীকৃতি পাওয়ার অনুভূতি সত্যিই অবর্ণনীয়। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিদিনের পরিশ্রম, সততা ও দায়িত্ববোধের একটি সম্মানজনক স্বীকৃতি। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত- প্রতিটি ধাপে যে শ্রম, সময় ও নিষ্ঠা যুক্ত থাকে, এই পুরস্কার সেই প্রচেষ্টার মূল্যায়ন। এই অর্জন আমাকে আরো দায়িত্বশীল, অনুসন্ধানী ও নৈতিকতা সমৃদ্ধ সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সত্য ও মানুষের পক্ষে নির্ভীক সাংবাদিকতা চালিয়ে যেতে চাই।’