প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ কেন্দ্রীয় সংসদ নির্বাচনে থাকবে মোট ১৫টি পদ। তবে ১৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন; বাকি দুটি পদ থাকছে সংরক্ষিত। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকবেন সংসদের সভাপতি এবং কোষাধ্যক্ষ থাকবেন কোষাধ্যক্ষ পদে।
২৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরাসরি নির্বাচিত হওয়ার ১৩টি পদ হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সমাজসেবাবিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, প্রকাশনা ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে তিনজন।
শিক্ষার্থীদের একাংশের দাবি, যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কাজ শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আইন অন্তর্ভুক্তির পর শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।



