জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সর্বশেষ আধুনিক ভাষা সাহিত্য ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।
সর্বমোট ৩৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৭৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কমে দাঁড়িয়েছে ৬৫৫।
এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৪৪৪৪ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১৭৮১ ভোট পেয়েছেন। শিবির এখানে ২৬৬৩ ভোটে এগিয়ে আছে।
এছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ৩৯৫৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮১৩ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩১৪৪ ভোট।



