শাবিতে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার

৩ হলের নতুন নামকরণ

এদিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের এবং একটি গবেষণা কেন্দ্রের নতুন নামকরণ করা হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের এবং একটি গবেষণা কেন্দ্রের নতুন নামকরণ করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড: সাজেদুল করিম।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহিষ্কৃতদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে এবং হলে অস্ত্র রাখার দায়ে আরো আটজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন দুই মামলায় অভিযুক্ত হওয়ায় আজীবন বহিষ্কারের তালিকায় স্থান পেয়েছেন।

এছাড়া, ২ থেকে ৪ সেমিস্টার মেয়াদে বহিষ্কার হয়েছেন আরো ১৭ জন। তবে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে খালাস দেয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করেছে প্রশাসন।

অস্ত্র রাখার অভিযোগে খালাসপ্রাপ্তদের প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, ‘অস্ত্রের সম্পৃক্ততার বিষয়ে সাময়িক বহিষ্কারের প্রস্তাব এসেছিল। কিন্তু দেখা গেছে, অনেকেই ভর্তি ছিলেন এক রুমে। থেকেছেন অন্য রুমে। তাই সাময়িক বহিষ্কার অন্যায়ের শামিল হতো। যাচাই-বাছাই শেষে আমরা তাদের খালাস দিয়েছি।’

৩ হলের নতুন নামকরণ

এদিকে, শাবির তিনটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে সিন্ডিকেট। নতুন দুই হলের নাম ‘গাজী বুরহান উদ্দিন’ ও ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক হলের নাম ‘এম. সাইফুর রহমান হল’ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নতুন হলগুলোর নাম নির্ধারণ করা হয়েছে।

ভিসি অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তন করে নাম ‘বিজয়

২৪ হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমা তুজ জাহরা হল’ প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ রাখা হয়েছে।

এছাড়া ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক হলের নাম ‘এম. সাইফুর রহমান হল’ রাখা হয়েছে।

এসময় তিনি আরো জানান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।