এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে রাজশাহী জেলা। পাসের হার ও জিপিএ-৫ অর্জনের দিক থেকে দু’টিতেই শীর্ষে রয়েছে জেলাটি। দীর্ঘদিন শীর্ষে থাকা বগুড়া এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলার ২৬ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭০৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী।
দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় ২৫ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে ৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৬২৫ জন। পাসের হার ৫৮ দশমিক ৩২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন।
পাবনা জেলায় ১৭ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৬৩২ জন। পাসের হার ৫৪ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫০ জন।
চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ১৪৮ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন।
নাটোর জেলায় ১১ হাজার ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৬৮১ জন। পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন।
নওগাঁ জেলায় ১২ হাজার ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৩৯ জন। পাসের হার ৫০ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫০ জন।
সবচেয়ে কম পাসের হার সিরাজগঞ্জে। এ জেলায় ২২ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৮৮৯ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭৮৩ জন।
সূত্র : বাসস