শহীদুল্লাহ হলে সাদিক ৯৬৬, আবিদ ১৯৯

এই হলের ফল অনুযায়ী অন্য ভিপি প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ১৪০; শামীম হোসেন ১৬১; আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সাদিক কায়েম ও আবিদুল ইসলাম
সাদিক কায়েম ও আবিদুল ইসলাম |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শহীদুল্লাহ হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পেয়েছেন ১৯৯ ভোট।

এই হলের ফল অনুযায়ী অন্য ভিপি প্রার্থীদের মধ্যে উমামা ফাতেমা ১৪০; শামীম হোসেন ১৬১; আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।

একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৭৭৩; মেঘ মল্লার বসু ১২৫; আবু বাকের মজুমদার ২৪১ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

কার্জন হল ভোটকেন্দ্রে ভোট দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা।