মৃত্যুদণ্ড রায়ে জাবি শিক্ষার্থীদের উল্লাস : গাছের ডালে হাসিনার কুশপুত্তলিকা ঝুলিয়ে প্রতীকী ফাঁসি

এ রায় ন্যায়বিচারের পথে এক ঐতিহাসিক অগ্রগতি। দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে শহীদ ও আহতদের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠার সূচনা হয়েছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Dhaka
হাসিনার প্রতীকী কুশপুত্তলিকা গাছের ডালে ঝুলিয়ে ফাঁসির দৃশ্য উপস্থাপন করে শিক্ষার্থীরা
হাসিনার প্রতীকী কুশপুত্তলিকা গাছের ডালে ঝুলিয়ে ফাঁসির দৃশ্য উপস্থাপন করে শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। পরে বটতলায় জমায়েত হয়ে মিষ্টি বিতরণ করেন তারা। এছাড়া শেখ হাসিনার একটি প্রতীকী কুশপুত্তলিকা গাছের ডালে ঝুলিয়ে ফাঁসির দৃশ্যও উপস্থাপন করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বটতলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীরা রায়ের প্রতি সমর্থন জানিয়ে এ আনন্দ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানায়, জুলাই-আগস্টে সঙ্ঘটিত গণহত্যার ঘটনায় এ রায় ন্যায়বিচারের পথে এক ঐতিহাসিক অগ্রগতি। দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে শহীদ ও আহতদের প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠার সূচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের দেয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, সেটি দৃষ্টান্তমূলক। আমরা এ রায়কে স্বাগত জানাই। দ্রুততম সময়ে এ রায় কার্যকর করতে হবে। একইসাথে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপকর্ম ও নৈরাজ্যের সাথে জড়িতদেরও বিচারের আওতায় আনতে হবে।