ঢাবি ক্যাম্পাসে মাদকাসক্ত ও ভবঘুরে মুক্তকরণে উচ্ছেদ অভিযান

এটি একটি সাময়িক অভিযান হলেও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিরা প্রবেশ করতে না পারে।

নয়া দিগন্ত অনলাইন
ক্যাম্পাসে মাদকাসক্ত ও ভবঘুরে মুক্তকরণে উচ্ছেদ অভিযান
ক্যাম্পাসে মাদকাসক্ত ও ভবঘুরে মুক্তকরণে উচ্ছেদ অভিযান |সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকাসক্ত, ভবঘুরে ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রক্টরিয়াল টিম, স্টেট অফিস এবং ডাকসুর সমন্বিত উদ্যোগ।

আজ শনিবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ইয়াবা, গাঁজা, ড্যান্ডি, ইনজেকশন সুইসহ বিভিন্ন মাদক উপকরণ জব্দ করা হয়। পাশাপাশি ধারালো ছুরি, ব্লেড, কাঁচি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়, যা মূলত ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

এছাড়া যৌনপল্লীর বিজ্ঞাপন সংবলিত কার্ড ও নগদ অর্থও পাওয়া গেছে। অভিযানে আটক একজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সাময়িক অভিযান হলেও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে ক্যাম্পাস এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিরা প্রবেশ করতে না পারে।

তারা আরো জানান, যেহেতু স্থায়ী ব্যবস্থা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন, তাই অন্তর্বর্তী সময়ে শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেই লক্ষ্যেই আজকের অভিযান পরিচালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তর করতে সহায়ক হবে।