ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

Location :

Jashore
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের আবাসিক হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দোয়া ও সম্মিলিত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে?’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন, ‘হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। ২৪-এর আন্দোলনের শুরু থেকেই তিনি ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে আসছেন। তার শক্ত কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। এ ঘটনা প্রমাণ করে জুলাই আন্দোলনের সম্মুখসারির কর্মীরা আর নিরাপদ নন। আমরা দাবি জানাই, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর ও ২৪-এর অন্যতম পথপ্রদর্শক হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ হামলা শুধু তার ওপর নয় এটি আন্দোলনের সব সহযোদ্ধার ওপর আঘাত। আমাদের ক্যাম্পাসেও কিছু মহল উসকানিমূলক কার্যকলাপ করছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে জানাতে চাই এ ধরনের অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে দেয়া হবে না।’