‎সিটি ইউনিভার্সিটিতে হামলা ও অগ্নিসংযোগ : প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের (এপিইউবি) সভাপতি সবুর খানের নিরবতা তার পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে। আমরা তার অপসারণ চাই ও আমরা দ্রুত সময়ে ক্লাসে ফিরে যেতে চাই।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

আশুলিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বারা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সম্মেলনে শিক্ষার্থীরা ছয়টি দাবি তুলে ধরেন।

‎শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎দাবিগুলো হচ্ছে- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এ অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, হামলায় আহত সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহনগুলোর ক্ষতিপূরণ দিতে হবে, যেসব ড্যাফোডিল শিক্ষার্থী সরাসরি এ ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের প্ররোচিত করেছে তাদের সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে, হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ায় কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়িত্ব অবহেলার শাস্তি বিধান করতে হবে।

‎এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের (এপিইউবি) সভাপতি সবুর খানের নিরবতা তার পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে। আমরা তার অপসারণ চাই ও আমরা দ্রুত সময়ে ক্লাসে ফিরে যেতে চাই। একইসাথে আমাদের দাবিগুলো পূরণ করেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসাথে শুরু হবে।

‎পরে তারা সিটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে হামলার ভিডিও চিত্র প্রদর্শন করেন।

‎উল্লেখ্য, ২৬ অক্টোবর থুথু ফেলাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় অজ্ঞাত শিক্ষার্থীদের নামে সাভার মডেল থানায় পৃথক মামলা করে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।