ঈদ উপলক্ষে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যাহ্নভোজ করাবে হাবিপ্রবি ছাত্রশিবির

‘পরিবারের সাথে ঈদ উদযাপন করতে প্রায় সকল শিক্ষার্থী বাসায় গেলেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে থেকে যায়। বিশেষ করে চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী, অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং ইন্টারন্যাশনাল হলে অবস্থানরত বিদেশী শিক্ষার্থী ভাইয়েরা এবং ক্যাম্পাসে দায়িত্বরত কর্মচারী এবং নিরাপত্তারক্ষী আনসার সদস্য ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্বের কারণে ক্যাম্পাসে অবস্থান করেন। তাই ক্যাম্পাসে অবস্থানরত সকলের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
ঈদ উপলক্ষে শিক্ষার্থী  ও কর্মচারীদের মধ্যাহ্নভোজ করাবে হাবিপ্রবি ছাত্রশিবির
ঈদ উপলক্ষে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যাহ্নভোজ করাবে হাবিপ্রবি ছাত্রশিবির |নয়া দিগন্ত

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির আনন্দ ভাগাভাগি করে নিতে ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা এক ‘মধ্যাহ্নভোজের’ আয়োজন করেছে।

ঈদের দ্বিতীয় দিন যোহরের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হল মাঠে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে।

মধ্যাহ্নভোজের বিষয়টি নিশ্চিত করে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবুর রহমান বলেন,‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব, সেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। এই ধারাবাহিকতায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে ঈদের দ্বিতীয় দিন (৮ জুন) মধ্যাহ্নভোজের আয়োজন করেছে।’

তিনি আরো বলেন,‘পরিবারের সাথে ঈদ উদযাপনের লক্ষে প্রায় সকল শিক্ষার্থী বাসায় গেলেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে থেকে যায়। বিশেষ করে চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী, অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং ইন্টারন্যাশনাল হলে অবস্থানরত বিদেশী শিক্ষার্থী ভাইয়েরা এবং ক্যাম্পাসে দায়িত্বরত কর্মচারী এবং নিরাপত্তারক্ষী আনসার সদস্য ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্বের কারণে ক্যাম্পাসে অবস্থান করেন। তাই ক্যাম্পাসে অবস্থানরত সকলের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিগত সময়েও আমরা ক্যাম্পাসের সাথে আবাসিক এলাকার দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদেরকে আমাদের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে এসেছি। সময়ের ধারাবাহিকতায় এবারো আমাদের ঈদ উপহার তাদের ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।’