চীনের ৩ বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমঝোতা স্মারক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্টস অ্যাক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ শুরু করা হবে।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
চীনের ৩ বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমঝোতা স্মারক
চীনের ৩ বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমঝোতা স্মারক |নয়া দিগন্ত

চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইবি ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ চীন সফর শেষে সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. নসরুল্লাহ জানান, সমঝোতা স্মারকের ফলে বিশ্ববিদ্যালগুলোর সাথে ইবির শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, কারিকুলাম উন্নয়ন ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার-সিম্পোজিয়াম-ওয়ার্কশপ আয়োজন করা সম্ভব হবে। প্রাথমিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, পরে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর সাথে আলোচনা করে সুনির্দিষ্টভাবে সমঝোতা করা হবে।

তিনি আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টিচার্স-স্টুডেন্টস অ্যাক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ’র নেতৃত্বে উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সাথে চীন সফরে যান ইবি ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ১১ জুলাই পর্যন্ত এ সফরে তিন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।