জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা

আগে ব্যবহৃত www.nubd.info ওয়েবসাইটটি গত ১০ ফেব্রুয়ারি থেকে আর ব্যবহার হচ্ছে না। www.nubd.info এর সব সার্ভিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে www.nu.ac.bd পাওয়া যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও অন্যান্য তথ্য জানার জন্য নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে www.nu.ac.bd ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি (আইসিটি) দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: শাহনেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd।

আগে ব্যবহৃত www.nubd.info ওয়েবসাইটটি গত ১০ ফেব্রুয়ারি থেকে আর ব্যবহার হচ্ছে না। www.nubd.info এর সব সার্ভিস জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে www.nu.ac.bd পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল, ভর্তি সংক্রান্ত তথ্য, দাফতরিক নোটিশ, একাডেমিক নির্দেশনা ও অন্যান্য তথ্যাদি জানার জন্য কেবল www.nu.ac.bd ওয়েবসাইটটি ব্যবহারের অনুরোধ করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বাসস