ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ইবনে সিনা ট্রাস্টের সহযোগিতায় ঢাবিতে প্রতি মাসে একটি করে মেডিক্যাল সিরিজ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর প্রথম ক্যাম্পটি হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)।
মেডিক্যাল ক্যাম্পটি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
মেডিক্যাল ক্যাম্পে যেসব সুবিধা থাকবে-
১) মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ (ডার্মাটোলজি) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।
২) চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী নির্ধারিত স্থান থেকে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।