আটলান্টিক মহাসাগরে মাসব্যাপী গবেষণা প্রশিক্ষণে অংশ নিচ্ছে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী

‘ফ্লোটিং সামার স্কুল’ শিরোনামে সমুদ্রবিজ্ঞান, জলবায়ু গবেষণা, সাগরের নমুনা সংগ্রহ কৌশল, আবহাওয়া ও সমুদ্র পর্যবেক্ষণ প্রযুক্তি, মডেলিং ও বৈজ্ঞানিক যোগাযোগের দক্ষতা বিষয়ের মহাসাগরে এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
আটলান্টিক মহাসাগরে মাসব্যাপী গবেষণা প্রশিক্ষণে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী
আটলান্টিক মহাসাগরে মাসব্যাপী গবেষণা প্রশিক্ষণে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী |ইভা মারিয়া বর্দি

আটলান্টিক মহাসাগরে এক মাসব্যাপী গবেষণায় প্রশিক্ষণে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক-শিক্ষার্থী।

জার্মানির আলফ্রেড ভেগেনের ইনস্টিটিউট উদ্যোগে ১৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ফ্লোটিং সামার স্কুল’ শিরোনামে সমুদ্রবিজ্ঞান, জলবায়ু গবেষণা, সাগরের নমুনা সংগ্রহ কৌশল, আবহাওয়া ও সমুদ্র পর্যবেক্ষণ প্রযুক্তি, মডেলিং ও বৈজ্ঞানিক যোগাযোগের দক্ষতা বিষয়ের মহাসাগরে এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

গবেষণা কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান পোগো ও জাপানের নিপ্পন ফাউন্ডেশন।

জাতিসঙ্ঘের ‘ডেকেড অব ওশান সায়েন্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ লক্ষ্য বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচিতে শাবিপ্রবি থেকে প্রশিক্ষক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত সরকার ও প্রশিক্ষণার্থী হিসেবে একই বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মো: সাবিত হোসেন অংশগ্রহণ করেন।

সামুদ্রিক গবেষণার উপর এ প্রশিক্ষণ প্রকল্প অধ্যাপক ড. ক্যারেন উইলশায়ারের নেতৃত্বে জার্মানির ব্রেমারহ্যাভেন থেকে জার্মান ‘পোলারস্টার্ন’ নামে গবেষণা জাহাজে শুরু হয়েছে ১৩ নভেম্বর। প্রশিক্ষণ প্রকল্পটি পুরো মাসব্যাপী আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া শেষে ১৩ ডিসেম্বর নামিবিয়া পৌঁছে ওয়ালভিস বেতে শহরে এক কর্মশালার মাধ্যমে শেষ হবে।

শাবিপ্রবি সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান জানান, ‘গবেষণা অভিযানে অংশ নিতে বিশ্বব্যাপী তিন হাজারেরও বেশি আবেদনকারী থেকে শুধু ২০ জন প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন। এতে বাংলাদেশ, ভারত, জার্মানি, আয়ারল্যান্ড, নামিবিয়া, চিলি, মেক্সিকোসহ মোট ২৪টি দেশের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।