ঢাবিতে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রতিটি স্লটেই নবাগত ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

হারুন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবিতে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান
ঢাবিতে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি তিনটি পৃথক স্লটে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দফতর সম্পাদক সিবগাতুল্লাহ।

দুপুর ২টায় বিজ্ঞান অনুষদ ও সংশ্লিষ্ট সকল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম।

তৃতীয় ও শেষ স্লটে সন্ধ্যা ৬টায় ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রতিটি স্লটেই নবাগত ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

শিক্ষার্থীরা আগে গুগল ফর্মের মাধ্যমে এবং অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে এসে ডেলিগেট কার্ড গ্রহণ করে তারা অডিটোরিয়ামে প্রবেশ করেন।

সকাল ১০টার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মো: ইহসানুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন।

দুপুর ২টার বিজ্ঞান অনুষদের সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বুয়েটের ন্যানোম্যাটেরিয়াল ও সেরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফখরুল ইসলাম।

সন্ধ্যা ৬টার ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনারে প্যানেল আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো: মঞ্জুর মোর্শেদ, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মো: মুবির মাহমুদ চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ওমর নাসিফ আব্দুল্লাহ।

প্যানেল আলোচকরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষা এবং প্রথম বর্ষে ক্যাম্পাসে বিভিন্ন সুযোগ–সম্ভাবনা সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দুনিয়ার ক্যারিয়ারের পাশাপাশি আখিরাতমুখীতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একসাথে ঈমান, আমল ও ক্যারিয়ারের দিকে মনোযোগী হতে হবে।’

সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই আয়োজন প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পাথেয়। নীতি–নৈতিকতার সাথে ভবিষ্যৎ জীবন গঠনে এটি সহায়ক হবে।’

সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘ছাত্ররাজনীতির ইতিবাচক ধারাটি ছাত্রশিবির শুরু করেছে এটি সত্যিই আশাজাগানিয়া। তাদের সৃজনশীল, উদ্ভাবনী ও কল্যাণমুখী উদ্যোগ অব্যাহত থাকুক।’

শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ‘আমরা প্রথম বর্ষে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তা নষ্ট হয়েছিল গণরুম, গেস্টরুম এবং জোরপূর্বক রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কারণে। জুলাই বিপ্লব আমাদের জুলুম থেকে মুক্ত করে একটি স্বপ্নের ক্যাম্পাস ফিরিয়ে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের এই পরিবেশ ধরে রাখা এবং সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।’

ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে নবীন শিক্ষার্থীদের নিয়ে এই সুন্দর করায় তাদেরকে অভিনন্দন জানাই। সৎ, দক্ষ, ভিশনারি মানুষ হয়ে দেশ ও উম্মাহর খেদমতে কাজ করাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা।’

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীরা যথাযথ দিকনির্দেশনার অভাবে অনেক সময় দিকচ্যুত হন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অনুষদভিত্তিক তিনটি সেগমেন্টে আলাদা ক্যারিয়ার গাইডলাইন আয়োজন করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলবে, ইনশাআল্লাহ।’

ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ও ডাকসু এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খান বলেন, ‘নবীন শিক্ষার্থীদের সঠিক পথে গাইড করা এবং প্রথম বর্ষের সম্ভাবনাগুলো তুলে ধরা এটাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’

প্রত্যেক অনুষদের সেশনে শিক্ষার্থীদের মাঝে বই, ডায়েরি, কলম, কলমদানিসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। শেষে হালকা নাস্তা পরিবেশনের মাধ্যমে প্রতিটি সেমিনার সেশন সমাপ্ত হয়।