সিরাজগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়িভাড়া, শতভাগ উৎসবভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক অধ্যাপক জাহিদুল ইসলাম।
এছাড়া সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মনসুর মিলন, কামারখন্দ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুস সবুরসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সমাবেশ শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করেন। পরে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবর মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণসহ অন্যান্য দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।



