রাবির ভর্তি পরীক্ষা ৬ বিভাগীয় শহরে, শুরু ১৬ জানুয়ারি

এবারের ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন থাকবে না। প্রতিটি ইউনিটে দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবির ভর্তি পরীক্ষা ৬ বিভাগীয় শহরে
রাবির ভর্তি পরীক্ষা ৬ বিভাগীয় শহরে |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। এবার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দেশের ছয়টি বিভাগীয় শহর- রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে।

আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন থাকবে না। প্রতিটি ইউনিটে দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।