রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা মূল্যায়ন কমিটির ২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভিসি।
রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
সভাপতির বক্তব্যে ভিসি বলেন, ‘গবেষণামুখী শিক্ষাকে আরো শক্তিশালী করতে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। গবেষণার গুণগত মান উন্নত হলে দেশ-জাতির অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে। এ লক্ষ্যে উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রুয়েট।’
সভায় গবেষণা ও সম্প্রসারণ দফতরে পরিচালিত গবেষণা মূল্যায়ন কমিটির ২৬তম সভার কার্যবিবরণী, সভার অগ্রগতি প্রতিবেদন, ২০২৫-২০২৬ অর্থবছরে দ্বিতীয় ধাপে আহ্বানকৃত বিভিন্ন গবেষণা প্রকল্পের অনুমোদন ও আহ্বানকৃত গবেষণা প্রকল্পের প্রপোজাল সমূহের রিভিউয়ারদের সম্মানী প্রদান করা হয়। এছাড়া গবেষণা প্রকল্পের পরিচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গবেষণা সহকারী নিয়োগ প্রদানের অনুমতির অনুমোদন ও বিভিন্ন অর্থবছরের অনুমোদিত গবেষণা প্রকল্পসমূহের মেয়াদ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো: শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: সোহেল রানা, অর্থ ও হিসাব দফতরের কম্পট্রোলার মো: নাজিমউদ্দীন আহম্মদ ও প্রকৌশল দফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদৎ হোসেন। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।