গাকৃবির ১২ শিক্ষার্থীকে জাপানের এনইএফ বৃত্তি

বৃত্তিপ্রাপ্তরা সবাই স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যেক শিক্ষার্থী বার্ষিক ৩৮ হাজার টাকা করে তিন বছর এ আর্থিক সুবিধা পাবেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
১২ শিক্ষার্থীকে জাপানের এনইএফ বৃত্তি
১২ শিক্ষার্থীকে জাপানের এনইএফ বৃত্তি |নয়া দিগন্ত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ), জাপান প্রদত্ত মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে নয়জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছেন। পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ ও শিক্ষাগত উৎকর্ষতার ভিত্তিতে তারা মনোনীত হন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

জানা যায়, বৃত্তিপ্রাপ্তরা সবাই স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যেক শিক্ষার্থী বার্ষিক ৩৮ হাজার টাকা করে তিন বছর এ আর্থিক সুবিধা পাবেন।

এদিকে চলতি বছরের অক্টোবরে গাকৃবির আরো ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি পান, যা আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার ধারাবাহিক সাফল্যের আরেকটি প্রমাণ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে নাফিসা জান্নাত অমি বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষার্থী হয়েও এনইএফ বৃত্তি পাওয়া আমার জন্য বড় অর্জন। ভবিষ্যতে জাপানে উচ্চশিক্ষা নিয়ে দেশ ও বিশ্বের জন্য ইতিবাচক কিছু করার স্বপ্ন দেখছি।’

অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য অর্জন করছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এ বৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয় বরং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই কৃষি উন্নয়নে তরুণদের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে। জাপানের এনইএফ যে সহায়তা দিয়ে আসছে তা দুই দেশের বন্ধুত্ব ও বৈশ্বিক পরিবেশ ভাবনার উজ্জ্বল উদাহরণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও আন্তর্জাতিকবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: আমজাদ হোসেন।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি মানবিক বেসরকারি সংস্থা, যা পরিবেশ সুরক্ষা, গবেষণা সহায়তা ও আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে পরিবেশবান্ধব উন্নয়নে সহায়তা করে থাকে।