হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ

জুলাই আন্দোলনে সাংবাদিক সমিতি আমাদের ঢাল হয়ে সমর্থন দিয়ে গেছে। আজকে সাংবাদিক সমিতির উপর হামলা হয়েছে, আগামীতে যে আমাদের উপর হামলা হবে না তার কোনো গ্যারান্টি নেই।

রাফিউল হুদা, হাবিপ্রবি

Location :

Dinajpur
ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা
ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় বিক্ষোভটি।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে হামলা করে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাই। ২৪-এর জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের এ অর্জন। কিন্তু এক বছর হতে না হতেই আবারো ছাত্রলীগের ন্যায় সন্ত্রাসী কায়দায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির উপর হামলা করা হয়েছে। জুলাই আন্দোলনে সাংবাদিক সমিতি আমাদের ঢাল হয়ে সমর্থন দিয়ে গেছে। আজকে সাংবাদিক সমিতির উপর হামলা হয়েছে, আগামীতে যে আমাদের উপর হামলা হবে না তার কোনো গ্যারান্টি নেই।

তারা আরো বলেন, আমরা আজ আতঙ্কিত ও শঙ্কিত। আমরা মনে করি, এক বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলাকারীদের বিচার না হওয়ায় আজকে অন্যরা এ হামলা করতে সাহস দেখিয়েছে। যত দ্রুত সম্ভব জুলাই আন্দোলনে হামলাকারী ও সাংবাদিক সমিতির অফিসে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্য সংগঠনের নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘জুলাই আন্দোলনের পরেও সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা সমাজের দর্পণ। ৫ আগস্টের পর বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা আমরা লক্ষ্য করছি। যা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। অতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এদিকে এক বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে হামলাকারীদের শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে এ প্রশাসন। তাদের এ ব্যর্থতাই আজকের হামলায় সাহস যুগিয়েছে।’