জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জরুরি চিকিৎসাসেবায় নিজস্ব অ্যাম্বুলেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স নেই, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। বিভিন্ন সময় ভাড়া করা গাড়িতে করে আহত বা অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিতে গিয়ে সময় ও সেবা দুটোই ব্যাহত হচ্ছে।
এ সময় দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান শিক্ষার্থীরা।