নোবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড হায়ার স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার

নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ ইসমাইল।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড হায়ার স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার
নোবিপ্রবিতে ‘ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড হায়ার স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড হায়ার স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইসমাইল বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা পিএইচডি ডিগ্রিধারীদের গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্সকে বিবেচনা করা হচ্ছে। আমরা পিএইচডি ডিগ্রিধারীদের জন্য সুন্দর কর্ম পরিবেশ তৈরি করতে চাই। বিদেশ থেকে পিএইচডি করার পরে যেনো দেশের জন্য তারা অবদান রাখতে পারেন। আশাকরি, আজকের মূল প্রবন্ধ উপস্থাপক আপনাদের ক্যারিয়ার সংক্রান্তবিষয়গুলো নিয়ে আপনাদেরকে পথ দেখাতে পারবেন। সে আলোকে আপনারা আপনাদের মেধা, বুদ্ধিমত্তা, বিচার-বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবেন। নতুন কিছু জানলে, শিখলে তা ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আপনাদের জীবনের চলার পথে আজকের এই সেমিনার পাথেয় হয়ে থাকবে।’

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন সুইডেনের সুইডিশ ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস এর ফ্যাকাল্টি বায়ো ইনফরমেশিয়ান ড. আবু বকর সিদ্দিক।

ড. আবু বকর সিদ্দিক তার বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেন এবং কিভাবে উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে তিনি শিক্ষা ও গবেষণা, ভাষা দক্ষতা, স্কলারশিপ, সহ-শিক্ষা কার্যক্রম ইত্যাদি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন। বিদেশে পিএইচডি করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং কিভাবে সে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা যায় তা নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, ‘পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেদের মূল্য বাড়াতে হবে। নোবিপ্রবির সুনাম ধরে রাখার দায়িত্ব আপনাদের।

উল্লেখ্য, সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।