বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ৩৩ দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

এ সময় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে সাত হাজার ৫০০ টাকা করে অর্থ প্রদান করা হয়।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিরা
শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিরা |নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জুলাই-ডিসেম্বর ২০২৪ মেয়াদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভেটেরিনারি অনুষদ ভবনের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান করা হয়।

এ সময় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে সাত হাজার ৫০০ টাকা করে অর্থ প্রদান করা হয়।

জানা গেছে, সরাসরি ও অনলাইনে ৪৪টা আবেদনের মধ্য থেকে বাছাই করে ৩৩ জনকে বৃত্তি দেয়া হয়েছে। ভেটেরিনারি অনুষদ দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড থেকে ওই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ডের চেয়ারম্যান এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে বাধা না হয়, সে লক্ষ্যেই এই ফান্ড থেকে বৃত্তি প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই ফান্ডকে আরো বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তারা।

সভাপতির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: বাহানুর রহমান বলেন, আগামী বছর থেকে আমরা বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির প্রদান করতে পারব। আমাদের যারা অ্যালামনাই আছে তারা আমাদেরকে আর্থিকভাবে এই ফান্ডে সহযোগিতা করে। আমরা আশা করি, এই শিক্ষার্থীরা যারা বৃত্তি পাচ্ছেন তারাও ভবিষ্যতে আমাদের ফান্ড সমৃদ্ধ করতে কাজ করবে।

অনুষ্ঠানে বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘ভেটেরিনারি অনুষদের দরিদ্রশিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। এই ফান্ডের আদলে অন্য অনুষদ ও জেলাভিত্তিক শিক্ষার্থী সংগঠনগুলোকেও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করা উচিত। পাশাপাশি প্রতি সেমিস্টারে যারা একাডেমিকভাবে প্রথম হয়, তাদেরও যদি বৃত্তির আওতায় আনা যায়, তাহলে শিক্ষার্থীরা আরো উৎসাহ পাবে এবং ভালো ফলাফলের প্রতি আগ্রহ বাড়বে।’