নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘রান ফর ইউনিটি’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ ধরনের আয়োজন যত বাড়বে, ততই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে এবং ক্যাম্পাসে আরো ইতিবাচক পরিবেশ তৈরি হবে।

সাজিদ খান, নোবিপ্রবি

Location :

Noakhali
শিবিরের ‘রান ফর ইউনিটি’ প্রতিযোগিতা।
শিবিরের ‘রান ফর ইউনিটি’ প্রতিযোগিতা। |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর ইউনিটি বাই এনএসটিইউ শিবির’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রযুক্তি রোড ঘুরে বাংলা বাজার এলাকা অতিক্রম করে এবং পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

আয়োজকদের তথ্য মতে, পুরুষ ও নারী মিলিয়ে আট শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিজয়ী ৩০ জনকে দেয়া হয় মেডেল। অংশগ্রহণকারীদের জন্য ছিল জার্সি, সুপেয় পানি ও গ্লুকোজ।

প্রতিযোগিতায় প্রথম হওয়া জাহেদুল হক বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে প্রতিটি প্রতিযোগিতাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন যত বাড়বে, ততই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে এবং ক্যাম্পাসে আরো ইতিবাচক পরিবেশ তৈরি হবে।’

এক নারী শিক্ষার্থী বলেন, ‘শীতের সকালের সুন্দর আবহে দৌড়ে অংশ নিতে পেরে ভালো লেগেছে। ভাইয়েদের আয়োজন সত্যিই ভালো ছিল। আশা করি ভবিষ্যতেও শিবির এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ চালিয়ে যাবে।’

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর আমরা বেশ কয়েকটি আয়োজন করেছি। তার ধারাবাহিকতায় আজকের এ প্রতিযোগিতা। এ ধরনের আয়োজন তরুণসমাজের হতাশা কাটাতে সহায়তা করে। পাশাপাশি সকালবেলার ঘুমকে ‘না’ বলে শিক্ষার্থীদের জাতি গঠনে এগিয়ে আসতে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।’