বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: আব্দুল্লাহ আল জাবের রাফি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহেদ।
নির্বাচিত সভাপতি মো: আব্দুল্লাহ আল জাবের রাফি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক।
নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৌমিক সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হন আলভী আহমেদ ও রাতুল সাহা , দফতর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: মাহদী হাসান চৌধুরী, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: রাফি সারোয়ার ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তারেক রহমান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিএফইউজে-এর সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: মশিউর রহমান খাঁন, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ফরহাদ হোসাইন, বুটেক্সসাসের অ্যালামনাইসহ আমন্ত্রিত অতিথিরা।
নবনির্বাচিত সভাপতি মো: আব্দুল্লাহ আল জাবের রাফি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ও সবার দোয়া-সমর্থনে আমি সভাপতির দায়িত্ব পেয়েছি। এ দায়িত্বকে আমি এক বড় আমানত মনে করি। ইনশাআল্লাহ, গঠনমূলক সাংবাদিকতার চর্চা এবং ভুল তথ্য ও অপসাংবাদিকতা প্রতিরোধের মাধ্যমে বুটেক্স সাংবাদিক সমিতিকে শিক্ষার্থীদের আস্থার প্ল্যাটফর্মে পরিণত করতে কাজ করবো।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, ‘আমি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যার অশেষ রহমতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি প্রচারণাকালীন যে ইশতেহারগুলো দিয়েছিলাম আমি সেগুলো যথাযথ পূরণ করার চেষ্টা করবো। এ বিষয়ে আমি সমিতির সকল সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সদয় সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, পূর্ববর্তী কমিটিতে সভাপতি ছিলেন দি ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছিলেন সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: তাওসিক জারিফ সিয়াম।