জকসুর সংশোধিত তফসিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

বৃহস্পতিবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নুর আলম, জবি সংবাদদাতা

Location :

Dhaka
নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর সংশোধিত তফসিল প্রকাশ করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, ৭ ডিসেম্বর থেকে নির্বাচনি কার্যক্রম শুরু হবে। ৭ ও ৮ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৩ ‌ও ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ থেকে ২৭ ডিসেম্বর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ, ৩০ ডিসেম্বর ভোট গণনা, ৩০ ও ৩১ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে তফসিল অনুযায়ী আচরণ বিধিমালা প্রকাশ নির্বাচনী তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ভূমিকম্পজনিত কারণে শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের কারণে বিশ্ববিদ্যালয় ২৩ নভেম্বর রোববার বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে প্রার্থীদের ডোপ টেস্ট, প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম স্থগিত রাখা হয়।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিসহ সার্বিক দিক বিবেচনায় আমাদের নির্বাচনী কার্যক্রম কিছু দিনের জন্য স্থগিত রাখতে হয়েছিল। সিন্ডিকেট মিটিং থেকে একটা নির্দেশনা এসেছে ডিসেম্বরের মধ্যে জকসু কার্যক্রম শেষ করতে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি ৩০ ডিসেম্বর নির্বাচন আয়োজন করার।