ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এখন সময়ের প্রধান দাবি। দক্ষ মানবসম্পদ গঠন ও জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাদারিত্ব ও দক্ষতা অপরিহার্য।’
বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরনো অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘প্রফেশনাল রেস্পনসিবিলিটিজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফর ইউনিভার্সিটি টিচার্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ও আইকিউএসি (বাকৃবি) পরিচালক ড. এম আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
ভিসি ড. জয়নাল আবেদীন আরো বলেন, ‘শিক্ষকতা পেশায় নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণায় অগ্রসর হয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা জাগ্রত করতে হবে। এ ধরনের কর্মশালা শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’