নাঈম আশরাফ খাঁন, গোবিপ্রবি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।
এ রায়ে সন্তুষ্টি জানিয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে স্বৈরাচার হাসিনা বিগত ১৭ বছর ধরে যে জুলুম-নির্যাতন মানুষের ওপর চালিয়েছে, এ বিচারের মাধ্যমে তার প্রতিফলন হয়েছে। জুলাই আন্দোলনে নির্দেশ দিয়ে তিনি আমার ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা চাই, তাকে দ্রুত ভারত থেকে এনে এ রায় বাস্তবায়ন করা হোক।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল মিয়া বলেন, ‘স্বৈরাচার হাসিনা যেভাবে আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, তা পৃথিবীতে বিরল ঘটনা। তাকে দ্রুত বাংলাদেশে এনে রায় কার্যকর করার দাবি জানাই। তার ফাঁসির রায়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আনন্দিত।’



