পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য দিক নির্দেশনা দিতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) আশুলিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মোহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানে ‘Higher Study Opportunities for Diploma Students’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরু হয় ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদেরের স্বাগত বক্তব্যের মাধ্য দিয়ে। এতে সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান প্রফেসর মো: এরশাদুল হক চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, অ্যাডভানটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং এনইডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সোহেল রানা, এবং রাউটার জব প্রিপারেশনের পরিচালক মো: সাইফুল ইসলাম।
প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা শিক্ষার্থীদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, এখানে রয়েছে যুগোপযোগী কারিকুলাম, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলি, উন্নত ল্যাবরেটরি ও ভৌত অবকাঠামোগত সুবিধা।



