মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার

‘আজকের এই সেমিনারে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। বাংলাদেশ ও চীন বহুদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে।’

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

Location :

Tangail
মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার
মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘বাংলাদেশ-চীন ইকোনোমিক পার্টনারশীপ আন্ডার দ্যা বেল্ট অ্যান্ড ইনিশিয়াটিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ সেমিনার হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নাজমুস সাদেকীন। সেমিনারের সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক হাদিফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘আজকের এই সেমিনারে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। বাংলাদেশ ও চীন বহুদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। আমাদের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি খাতে চীনের সহযোগিতা প্রশংসনীয়।’

‎‎সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন্স এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মারুফ হাসান। তিনি বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, বাংলাদেশ ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিআরআই-তে যুক্ত হওয়ার পর থেকে চীন আমাদের অন্যতম কৌশলগত উন্নয়ন অংশীদার। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাত, বন্দর ও শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা ও মাতারবাড়ী বন্দর উন্নয়ন এসব প্রকল্প কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই ত্বরান্বিত করছে না, বরং আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হওয়ার পথে। চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা আমাদের ভিশন গড়ার স্বপ্নকে আরো এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি।

‎এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এবং সামাজিক বিজ্ঞান অনুষদ।

‎ওই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।