পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর শিক্ষা মেলায় শাবিপ্রবি ভিসির অংশগ্রহণ

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত চার দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন হয়েছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর শিক্ষা মেলায় শাবিপ্রবি ভিসির অংশগ্রহণ
পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর শিক্ষা মেলায় শাবিপ্রবি ভিসির অংশগ্রহণ |নয়া দিগন্ত

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত চার দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

উল্লেখ্য, এ মেলার মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ৫ শতাধিক বাংলাদেশী শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়া হবে।

ঢাকার উদ্বোধনের পর মেলাটি আরো তিনটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ৩০ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেলা চলবে।