কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে খুবিতে ক্লাস বর্জন, জিরোপয়েন্ট ব্লকেডের ঘোষণা

এছাড়াও বিক্ষোভ সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা
কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা |সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে তারা দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড পালনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক পেজগুলোতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়াও বিক্ষোভ সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন। মঙ্গলবার ফেসবুকে পেজে তারা এসব কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে কুয়েট শিক্ষার্থীদের এক দফা সমর্থনে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় দ্যা রেড জুলাই নামের একটি সংগঠন। একই সময়ে খুলনা নাগরিক সমাজও শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির পক্ষ থেকে একইস্থানে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।

অন্যদিকে কুয়েটে ছাত্রদের অনশন অব্যাহত রয়েছে। অন্য ছাত্ররাও এসে জড়ো হচ্ছেন। ভার্সিটি প্রশাসন সতর্কতা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।