শহীদ মিনারে ‘আমরণ অনশনের’ ঘোষণা শিক্ষকদের

শহীদ মিনারে ‘আমরণ অনশনের’ ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষক আন্দোলন থেকে নতুন কর্মসূচি দেয়া হয়েছে
শিক্ষক আন্দোলন থেকে নতুন কর্মসূচি দেয়া হয়েছে |সংগৃহীত

শহীদ মিনারে ‘আমরণ অনশনের’ ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর দাবি আদায়ে আগামীকাল সোমবার (২০ অক্টোবর) থেকে এ কর্মসূচি পালন করবেন তারা।

রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এসব কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। আগামীকাল থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না। পরীক্ষার ডিউটি, অফিস ফাইল- সবকিছুই বন্ধ থাকবে।

এদিকে, মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে শিক্ষকরা পাঁচ শতাংশ হারে দেয়া বাড়িভাড়ার আদেশ প্রত্যাখ্যান করেছেন। একইসাথে তারা অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।