উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৯টা থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চলছে জকসু নির্বাচনে ভোটগ্রহণ
চলছে জকসু নির্বাচনে ভোটগ্রহণ |সংগৃহীত

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দু’দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনও হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণ শেষে গণনার পুরো প্রক্রিয়া লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে চারটি এবং হল সংসদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের স্বেচ্ছাসেবকরাও মাঠে রয়েছেন।