রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত

অফিসার সমিতির সভাপতি মো: মোক্তার হোসেন এবং কোষাধ্যক্ষ মো: মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবিতে সাত দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত
রাবিতে সাত দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার পর কর্মসূচিটি সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে অফিসার সমিতি।

আজ বুধবার দুপুর ১টায় অফিসার সমিতির সভাপতি মো: মোক্তার হোসেন এবং কোষাধ্যক্ষ মো: মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এর আগে, ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়। এই পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে চলমান ‘শাটডাউন’ কর্মসূচি সাত কর্মদিবসের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিসমূহ বাস্তবায়িত না হলে পরবর্তীতে সকল সংগঠনকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।