পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী নেতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজ পর সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার উদ্যোগে ওই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের ইমামতি করেন ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক ও অনাবাসিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা নামাজের আগে শহীদ হাদির স্মরণে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী বিপ্লবী নেতা। তিনি আজীবন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার শাহাদাত জাতির জন্য এক গভীর শোক ও ক্ষতির কারণ।
বক্তারা আরো বলেন, শহীদ হাদি ভাইয়ের আদর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ন্যায় ও মুক্তির সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম বলেন, ‘শহীদ হাদি ভাইয়ের শাহাদাত আমাদের আন্দোলনকে আরো বেগবান করবে। তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।’
গায়েবানা জানাজা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ বিরাজ করে। অংশগ্রহণকারীরা শহীদ হাদির জন্য দোয়া করেন এবং তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।



