শাবিপ্রবি ছাত্রদলের তথ্য সন্ত্রাস ও শাকসু বানচালের অপচেষ্টার তীব্র নিন্দা শিবিরের

ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে এ ধরনের হীন কর্মকাণ্ড দেখা গেলেও জুলাই বিপ্লবের পরও একই অগণতান্ত্রিক চর্চার পুনরাবৃত্তি দুঃখজনক।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
ছাত্রশিবিরের বিবৃতি
ছাত্রশিবিরের বিবৃতি |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের উদ্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের পরিকল্পিত অপচেষ্টা ও তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।

বুধবার (২১ জানুয়ারি) শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহসিনুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

যৌথ বিবৃতিতে শাখা সভাপতি তারেক মনোয়ার ও শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, শাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি। অথচ এই ন্যায্য ও গণতান্ত্রিক দাবিকে কেন্দ্র করে একটি বিশেষ দলের সমন্বিত ও সুপরিকল্পিত অপচেষ্টায় ক্যাম্পাসে চরম নাটকীয়তা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে ব্যবহার করে শাকসু নির্বাচন স্থগিত করানো শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, শাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা ও গড়িমসি চলছে। জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে শাকসু স্থগিতের দাবি জানায়। একই সাথে বিএনপিপন্থী আইনজীবীদের করা রিটে উকালতি করে হাইকোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিতে প্রত্যক্ষ ভূমিকা রাখা হয়েছে। তারা বলেন, ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে এ ধরনের হীন কর্মকাণ্ড দেখা গেলেও জুলাই বিপ্লবের পরও একই অগণতান্ত্রিক চর্চার পুনরাবৃত্তি দুঃখজনক।

বিবৃতিতে আরো বলা হয়, একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী ঘরানার কিছু শিক্ষক শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসুর বিপক্ষে অবস্থান নিয়ে সংকীর্ণ দলীয় মানসিকতার পরিচয় দিয়েছেন। জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন হলে সহযোগিতা না করার ঘোষণাকে শিক্ষার্থীরা শাকসু বানচালের সুস্পষ্ট অপচেষ্টা হিসেবে দেখছে। অথচ এই স্বতঃস্ফূর্ত ক্ষোভকে শিবিরের ওপর চাপিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, পূর্বেও ছাত্রদল শাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসবাদী মব’ আখ্যা দিয়েছে। এমনকি ছাত্রদলের দাবির প্রেক্ষিতেই বারবার শাকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। চলমান আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ‘মব’ ও ‘শিবির ট্যাগ’ দেয়ার অপচেষ্টা চালানো হয়েছে। অথচ বাস্তবতা হলো—এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও সরাসরি অংশ নিচ্ছেন।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ দলীয় প্যাড ব্যবহার করে শিবিরকে জড়িয়ে চালানো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও তথ্য সন্ত্রাসের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এসব অপপ্রচার শাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র আড়াল করার কৌশলমাত্র।

শেষে নেতৃবৃন্দ সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানান এবং একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষার্থীদের মানসিকতা অনুধাবন করে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।