রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হচ্ছে দুই দিনব্যাপী রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম সম্মেলন। দেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরা এবং অ্যাকাডেমিক গবেষণার সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন পর্যটন প্যাকেজ, ভ্রমণ অভিজ্ঞতা ও পর্যটন শিল্পের জনপ্রিয় গন্তব্য নিয়ে মোট ৭০টি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হবে। সম্মেলনের বিভিন্ন সেশনে দেশের পর্যটন ব্যবসায়ী, উদ্যোক্তা, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
এছাড়া সম্মেলনের প্লেনারি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। তাদের আলোচনায় দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও টেকসই পর্যটন উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের ৭০টিরও বেশি পর্যটন গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। গবেষণাপত্রগুলোতে পর্যটন শিল্পের উন্নয়ন কৌশল, আঞ্চলিক পর্যটন সম্ভাবনা, পরিবেশবান্ধব পর্যটন ও নতুন গন্তব্য বিকাশের নানা দিক উঠে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা আশা করছেন, এ সম্মেলনের মাধ্যমে রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরো বেশি পরিচিত হবে এবং পর্যটন খাতের সাথে বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণার কার্যকর সংযোগ তৈরি হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টা থেকে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কী-নোট স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান।



