বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শুধু মেধা বিকাশ নয়-শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সজাগ থাকতে হবে। নিজেদের অদম্য ইচ্ছাকে কাজে লাগাতে হবে। হীন মানসিকতা নয় মনে সাহস ও শক্তি সঞ্চার করতে হবে। নিজেকে সমাজ গড়ার কাজে নিবেদিত করার মানসিকতা অর্জন করে আদর্শ সমাজ গঠনে সক্রিয় ভুমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জাকারিয়া হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সাবেক জেলা সভাপতি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহারুল হক মোমিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জেলা জামায়াতের সহকারী সম্পাদক এনামুল হক, ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, শহর সভাপতি হাফেজ আবু ইউসুফ, সেক্রেটারি হাফেজ আব্দুল আল মামুন প্রমুখ।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আধিপাত্যবাদীর বিপক্ষে সর্বপ্রথম কথা বলেছিলেন কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। তার দেখানো পথে ছাত্র-জনতা ২৪এর গণআন্দোলনে শরীক হয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছিল। আজ আমরা মুক্ত ও স্বাধীন। তাই বলে বসে থাকা যাবে না। সামনের কঠিন সময় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে লেখাপড়ায় মনোনিবেশ সেই সাথে আদর্শ ও মানবিকতা গুন সম্পন্ন হতে হবে। দেশপ্রেম ও দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে হবে। দেশের কল্যাণে প্রয়োজনে জীবন দিতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্র শিবির শিক্ষার্থীদের কল্যানে সর্বজাগ্রত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের কার্যক্রমে শিক্ষামূলক বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
শিবির সভাপতি বলেন, ইসলামী ছাত্রশিবির একটি নিয়ম-শৃঙ্খলাভিত্তিক সংগঠন। এখানে কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একজন সাধারণ কর্মী পর্যন্ত সবাইকে রিপোর্টিংয়ের আওতায় থাকতে হয়। প্রতিদিনের শিক্ষাগত, ধর্মীয়, সামাজিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়মিতভাবে লিপিবদ্ধ করতে হয়। আমাদের সংগঠনে সাহিত্য, গবেষণা, প্রশিক্ষণসহ নানা বিভাগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের আগ্রহ অনুযায়ী নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। আমরা সমাজে ইতিবাচক কাজের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলতে চাই। তিনি নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিক বিকাশ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।



