পাবনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হল থেকে শুরু করে স্বাধীনতা হল হয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে আবার জুলাই-৬ হলে মিছিল নিয়ে ফেরত আসেন। এ সময় তারা দ্রুত হাদির খুনিদের বিচার, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকারের কাছে জবাব দাবি করেন।
বিক্ষোভে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখেও কথা কবো’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, ‘খুনিদের ফাঁসি চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এ সময় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তুষার মাহমুদ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন, শরিফ ওসমান হাদি ছিল জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা। আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিস্টদের কবর রচনা করার জন্য তিনি যে আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন, কিন্তু তার পরিসমাপ্তি ঘটানোর আগেই তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে পাবিপ্রবি ক্যাম্পাসসহ সারা দেশে কালচারাল ফ্যাসিস্টদের কবর রচনা না করা পর্যন্ত আমরা এ আন্দোলন থামাবো না, ইনশাআল্লাহ। সে সাথে বলতে চাই, কেউ যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করেন, আমরা তাদের দাঁতভাঙা জবাব দেব, ইনশাআল্লাহ। সে সাথে অতিদ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।’
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



