বাকৃবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ সদস্যের কমিটি

বাকৃবি’তে গত ৩১ আগস্ট শিক্ষকদের ৮ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা ও বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত দোষীদের শনাক্তকরণ এবং সার্বিক বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্যে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
বাকৃবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ সদস্যের কমিটি
বাকৃবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬ সদস্যের কমিটি |নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৩১ আগস্ট শিক্ষকদের ৮ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা ও বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত দোষীদের শনাক্তকরণ এবং সার্বিক বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্যে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন স্বাক্ষরিত একটি জরুরি আদেশ নামায় এ তথ্য জানানো হয়।

বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদারকে সভাপতি করে এবং সংস্থাপন-২ এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো: মঞ্জুর হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো: আক্তারুজ্জামান খান এবং পূর্ত বিভাগ-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহ: এনামুল হক।