ইবির সাবেক অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী নিশ্চিত করেন।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান
অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ড. এ এইচ এম ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন ওয়া উলূমুল কোরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে তিনি অবসর নেন।

আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেন। চাকরিরত অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’

এদিকে তার মৃত্যুতে জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রিন ফোরাম ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, একজন মেধাবী, পরিশ্রমী, সুযোগ্য শিক্ষক, অভিভাবক ও ইসলামিক স্কলার হিসেবে প্রফেসর ইয়াহইয়ার রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিরকাল ধ্বনিত হবে।