৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বৃদ্ধির দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
রোববার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ অবরোধে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) লিখিত পরীক্ষার জন্য যে সময়সূচি ঘোষণা করেছে, তা অত্যন্ত অপর্যাপ্ত। তাদের মতে, মাত্র ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার বিশাল সিলেবাস সম্পন্ন করা অসম্ভব।
শিক্ষার্থীরা জানান, বিসিএস পরীক্ষায় সাধারণত দুই ধরনের পরীক্ষার্থী থাকেন—একদল অভিজ্ঞ যারা আগেও লিখিত পরীক্ষা দিয়েছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবারের মতো প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন। অভিজ্ঞদের পক্ষে স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া সম্ভব হলেও নতুনদের জন্য তা প্রায় অসম্ভব। পিএসসির তড়িঘড়ি করে রুটিন প্রকাশকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তারা অবিলম্বে পরীক্ষার সময় পেছানোর দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থী সাদিক খান বলেন, ‘আমরা ৪৭তম বিসিএস লিখিত প্রার্থীরা যৌক্তিক দাবিতে অবস্থান নিয়েছি। মে মাসে প্রিলিমিনারি রুটিন প্রকাশের পর নানা কারণে পরীক্ষা পিছিয়েছে। এখন হঠাৎ করে মাত্র এক মাসের নোটিশে রুটিন প্রকাশ করা হয়েছে। ১,২০০ নম্বরের বিশাল সিলেবাস এ অল্প সময়ে শেষ করা সম্ভব নয়। আমাদের দাবি মেনে যথাযথ সময় না দেয়া হলে আমরা পিএসসির এ সিদ্ধান্ত মানব না।’
এদিকে মহাসড়ক অবরোধের ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষার্থীরা বড় ধরনের বিড়ম্বনায় পড়েন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থী নাজমুল হাছান বলেন, ‘আমাদের অনেকের সেমিস্টার ফাইনাল দেড়টায় শুরু হবে, অনেকে জানে না যে রাস্তা অবরোধ করা হয়েছে। ঠিক সময়ে রওনা দিয়েও অনেকেই পরীক্ষা দিতে পারবে না। সড়ক অবরোধের ফল তো আমাদেরই ভোগ করতে হচ্ছে।’



