শুধু শাসক নয় শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য আন্দোলন হয়েছিল : মাহমুদুর রহমান

অভ্যুত্থানের উদ্দেশ্য থাকে শাসক শ্রেণির বদল। আর জুলাই আন্দোলন শুধু শাসক শ্রেণির পরিবর্তনের আন্দোলন ছিল না, এ আন্দোলন বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনের আন্দোলন ছিল।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
বক্তব্য রাখেন মাহমুদুর রহমান
বক্তব্য রাখেন মাহমুদুর রহমান |নয়া দিগন্ত

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে অনেকবার অভ্যুত্থান হয়েছে। সামরিক অভ্যুত্থানও আমরা লক্ষ্য করেছি। এসব অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল শাসক শ্রেণির বদল। আর জুলাই আন্দোলন শুধু শাসক শ্রেণির পরিবর্তনের আন্দোলন ছিল না, এ আন্দোলন বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তনের আন্দোলন ছিল।’

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘যে আন্দোলন শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য হয়ে থাকে সেটি শুধু গণঅভ্যুত্থান নয় এটি একটি বিপ্লব। আর চব্বিশে সেই বিপ্লবের একটি পর্যায় শেষ হয়েছে কিন্তু বিপ্লব সম্পন্ন হয়নি। তাই যতদিন আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন হবে না ততদিন এ বিপ্লব চলবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া, নিরবতা পালন ও বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের লেখা সংবলিত বই ‘জুলাই স্মৃতিকথা’র মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া জুলাই বিপ্লব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। সবশেষে ‘জুলাই সংগ্রহশালা’ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি।